Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে নদীতে বাবার সাথে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
৯ এপ্রিল ২০২১ নওগাঁর মহাদেবপুরে প্রাচীনতম ঐতিহ্যবাহী আত্রাই নদীতে বাবার সাথে গোসল করতে এসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে শুক্রবার ৯ এপ্রিল বেলা ১১ টায়।
শত শত গ্রামবাসীরা জানান হামিদপুর গ্রামের শ্রী কাঞ্চন তার শিশু পুত্র বাধন (১০) কে নিয়ে আত্রাই নদীতে গোসল করতে যান। গোসল করার একসময় বাধন নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় গ্রামবাসীদের মধ্যে দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে। সাথে সাথে গ্রামবাসীরা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করলে প্রায় এক ঘন্টা পর মৃত্যু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শিশুটিকে এক নজর দেখার জন্য চারপাশ থেকে হাজার হাজার নারী-পুরুষ সেখানে সমবেত হন। অনেকেই বলেন প্রায় একঘন্টা খোঁজাখুঁজি করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সহযোগিতা তারা পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *