
আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও।
বৃহস্পতিবার সদর উপজেলার রোড কালিতলা হতে একটি বাক প্রতিবন্ধী শিশুকে পাওয়া যায়। পরে শিশুটিকে ঠাকুরগাঁও সদর থানায় ডেস্ক অফিসারের হেফাজতে রাখা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশের পরেও এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন উদ্ধারকৃত বাক প্রতিবন্ধী শিশু (৮) কে করোনা ভাইরাসে লকডাউন থাকায় ফজিলাতুন্নেছা সরকারি শিশু পরিবার (বালক) শবদলহাটে প্রেরণের আদেশ দেন।
এছাড়াও তিনি বলেন, উদ্ধারকৃত শিশুটি সরকারিভাবে সরকারি শিশু পরিবারে পরিচর্যায় থাকবে। তার পরিবারের সন্ধান পাওয়া গেলে শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।