Subscribe our Channel

নিজস্ব বিমান রয়েছে বলিউডের তারকাদের

বিনোদন প্রতিবেদক :

পৃথিবীর প্রায় অনেক দেশেই বর্তমানে চলছে ভয়াবহ করোনার দ্বিতীয় যুদ্ধ । এমনকি এটি গত বছর হতেই মহামারি এই করোনাতে বিপর্যস্ত মানুষ এই বছর একটু  স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই  ফের সেই ভয়াবহ করোনাতে  বহু দেশের অন্তর্জাতিক ফ্লাইট  বন্ধ করে দেওয়া হয়েছে  । তবে বলিউডের অনেক তারকাই অঅছেন যাদের  কিনা রয়েছে নিজেদের ব্যক্তিগত বিমান।    এই বিমানে তাদের জীবনকেটা  সহজ করে নিয়েছেন তারা ।

চলুন দেখে আসি :

তাদের বিমানের মালিক গনের তালিকা :  অমিতাভ বচ্চন এক অভিনেতার নাম কয়েক দশক ধরে দর্শক মাতিয়ে  যাচ্ছেন । তিনি অভিনয় করেছেন অসংখ্য সিনেমাতে।    এই অমিতাভ এর  ব্যাংকে আছে  মিলিয়নে মিলিয়নে অর্থ।  সে জন্যই  শৌখিন অমিতাভ এসময় তিনি কয়েক  বছর আগে একটি ব্যাক্তিগত  জোট বিমানের নিজ

 শাহরুখ খানক :

এসময়ের বলিউড এর সর্বোচ্চ ধনী তারকা বলা হয় কিং অব রোমান্স শাহরুখ খানকে । তিনি বেশ কয়েক বছর  হয়ে গেল তার নামের আগেই বলিউড বাদশা ট্যাগ নিজের করে নিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। এমনকি তিনি তার নিজের ব্যক্তিগত কাজে এমনকি পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তিনিও ব্যবহার  করেন তার এই ব্যক্তিগত বিমান। ধারণা করা হচ্ছে তার এই বিমানটির মূল্য প্রায় ৪০০ কোটির বেশি ।

* হৃতিক রোশন

এমনকি  বলিউড এর গ্রিক গড  খ্যাত হৃতিককে নিয়ে নতুন  করে বলার  কিছু নেই । দুর্দান্ত  কিছু  সিনেমা  দিয়ে অসংখ্য ভক্তদের মনের মাঝে জায়গা  করে নিয়েছেন তিনি । ভ্রমণ প্রিয়  হৃতিক  ব্যক্তিগত বিমানের মালিক হন অনেক আগেই। ‘যোধা আকবর’ নামক সিনেমার সময় ব্যক্তিগত  একটি  বিমান  কেনেন  বলিউডের হার্টথ্রব এ নায়ক।

*অক্ষয় কুমার

এসময়ের  বলিউডে  সব থেকে বেশি পারিশ্রমিক  প্রাপ্ত অভিনেতাদের  অন্যতম  একজন অক্ষয়। আগের বছর ফোবারস থেকে প্রকাশিত সব থেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মাঝে একমাত্র  ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি। প্রতিবছর শুটিংয়ের চাপ বেড়ে যাওয়ার কারণে দেশটির ভারতের অভ্যন্তরীণ জায়গায় যাওয়ার  সুবিধার্থে  প্রাইভেট জেটের ক্রেতার তালিকায় নাম লেখান অক্ষয়। দেশটির ভারতীয় এক দৈনিকের  প্রতিবেদন অনুযায়ী অক্ষয়ের ব্যাক্তিগত জেট বিমানটির মুল্য ২৬০ কোটি রুপি।

*অজয় দেবগণ

দেশটির  ভারত এর সকল  অভিনেতাদের  মাঝে  সর্বপ্রথম প্রাইভেট  জেট খরিদ করেন অজয়৷ হকার ৮০০ নামক সেই বিমানে করে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাঝে মধ্যেই উড়াল দেন অজয়। নিজের সিনেমার প্রচার, শুটিং কিংবা ব্যক্তিগত কাজেও এই ব্যক্তিগত  বিমান ব্যবহার করেন তিনি।

 

*সাইফ আলী

খান পারিবারিক  সুত্রে জানা যায় তিনি নবাব ৷ অর্থ কড়ির অভাব নেই৷ বলিউডে আছে তুমুল জনপ্রিয়তাও৷ বলিউডের জনপ্রিয় এই অভিনেতা ব্যক্তিগত বিমানের মালিক হন ২০১০ সালে।  মাঝে মধ্যেই স্ত্রী কারিনাকে নিয়ে আভিজাত্যপূর্ণ ভ্রমণগুলোর সময় এই বিমান ব্যবহার করেন। মাঝে মধ্যে পরিবার এমনকি কাছের বন্ধুরাও  ব্যবহার করেন সাইফের এই ব্যক্তিগ ।

 

এদের সাথে সাথে  শিল্পা শেঠি,সালমান খান, হানি সিংয়ের জেট বিমান আছে বলে জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *