
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
৯ এপ্রিল ২০২১ নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও চান্দাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার মাস্টারের সহধর্মিনী, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শহীদ জিয়া ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফির মা আঞ্জুমান আরা (৫৫) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৮ এপ্রিল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার ৯ এপ্রিল সকাল দশটায় তার নিজ বাড়ি উপজেলার তংকা শিবপুর গ্রামে অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, সিনিয়র যুগ্ন আহবায়ক জাহারুল ইসলাম, সদস্য আফতাব হোসেন, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক গোলাম ইয়াজদানী সাম্মী, ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ আলী, ছাত্রনেতা আতিকুর রহমান আতিক অংশ নেন।
এ সময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার বজলুর রশিদ, চান্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী রিপন সহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী নামাজে জানাজায় অংশ নেন। উপস্থিত নেতারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।