Subscribe our Channel

রাণীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ৭ই মার্চ উদযাপন

রাণীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ৭ই মার্চ উদযাপন

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে আজ রবি বার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্জ র্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্ লন, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ এবং সেখানে শতকন্ঠে জাতির পিতার ভাষন পরিবেশন হয় । এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু’র ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও পরিশেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, নব-নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথসহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অপরদিকে উপজেলা আ’লীগও বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *