Subscribe our Channel

চসিকের  কমিশনার গোলাম হায়দার আর নেই

নিজস্ব প্রতিবেদক :

দেশের  (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এর কমিশনার সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু চলে গেলেন না ফেরার দেশে  । আজ ১৮ মার্চ  ৪ :৩০ সময় দিকে তিনি ঢাকা ইমপালস হাসপাতালে মৃত্য হয়েছে ।

 

এসময় তার মৃত্যুকালে  বয়স হয়েছিল ৬৯ বছর। এসময় মরহুম এর পারিবারিক ভাবে জানা যায়, বেশ কিছুদিন আগে তিনি মহামারি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

 

এই মহামারি করোনা থেকে সুস্থ  হলেও এরপর থেকেই তিনি আরো নানা ধরনের শারীরিক সমস্যায় ছিলেন। অবশেষে তাকে গত ১৩ মার্চ  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

 

এমতাবস্তায় আরো জানা যায়, সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু ১৯৭৭ ইং  তৎকালীন চট্টগ্রাম পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন।

 

এরপর ১৯৯৪ সাল থেকে চট্টগ্রাম  সিটি করপোরেশনের অনুষ্ঠিত  ছয়টি নির্বাচনের  প্রত্যেকবারই ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কমিশনার পদে নির্বাচিত হন।  এমনকি সর্বশেষ গত ২৯  জানুয়ারি  নির্বাচনেও  তিনি  বিপুল  ভোটে  কমিশনার  নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *