Subscribe our Channel

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয় জেলার পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর মু¨রাল ভাঙচুর করার সময় নূর আলম নামে এক জন কে জেলহাততে প্রেরন করেছে পীরগঞ্জ থানা পুলিশ। ২ জানুয়ানী শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার কর্তরত ডিউটি অফিসার । মোঃ নূর আলম উপজেলার রঘুনাথপুর (মহিলা কলেজের পেছনের) গ্রামের হাসান আলী পুত্র।

ঘটনাটি গতকাল শুক্রবার ১ জানুয়ারী বিকেল বেলা পৌর শহরের পূর্ব চৌরাস্তায় ঘটে। আটক নূর আলমের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন এস আই মাহাসীনুল হক যাহার মামলা নং-(১), ১/২/২০২১ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, শুক্রবার বিকেলে নূর আলম উপজেলা শহরের পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেধিতে উঠে। নুর আলম তার হাতে থাকা ইট দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে আঘাত করে।

 

তার ইটের আঘাতে ম্যুরালের টাইলসের এক টি অংশ ভেঙে যায়।

 

উপস্থিত লোকজন তাকে বাঁধা দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টার করে। এ সময় বাজার মুখি লোকজন ঘটনাটি দেখতে পেয়ে নূর আলমকে আটক করে থানা পুলিশ কে অবগত করেন।

 

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশের এক টি টিম ঘটনা স্থল থেকে নূর আলমকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *