
ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে ঠাকুরগাঁও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার সকাল থেকে অর্ধ দিনব্যাপী ঠাকুরগাঁও আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ পালন করা হয়। সমাবেশে শতাধিক আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা বলেন বিএনপির আমলে হরতাল অবরোধ সহ পেট্রোল বোমা দিয়ে মানুষকে পুড়িয়ে মারার ধ্বংসযজ্ঞ জনগণ দেখেছে। তাই বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন।
২০২৪ সালের ষড়যন্ত্র করে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে বিএনপি। অপ রাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আমায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কোরায়েসি সাধারণ সম্পাদক কুমার রায় সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।