
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা বখাটে কে জেল হাজতে পেরণ করেছে পুলিশ । এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সাতমেরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ /১ /২০২৩ ইং অভিযোগকারী বাসায় কেউ না থাকার সুযোগ বুঝে শিশুটির নানির বাসার রান্নাঘরে ওই ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় মোঃ মনোয়ার এর ছেলে, লম্পট মোঃ মামুন (১৬), এতে করে শিশুটির মুখে গলায় পায়ে যথেষ্ট ধর্ষণের আলামত পাওয়া গেছে।
শিশুর মা মুক্তা বেগম বাসায় আসলে শিশুটির কান্না শুনে তার মেয়ের জিজ্ঞাসা করে কি হয়েছে শিশুটি তখন ঘটনার বিস্তারিত তার মাকে খুলে বলে। এবং এলাকাবাসী তাৎক্ষণীক থানায় ফোন দিলে পুলিশ এসে বখাটে মোঃ মামুন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। বোখাটে মামুন এর বাসা পাশাপাশি ডাঙ্গাপাড়া গ্রামে।ধর্ষণের চেষ্টা করি মামুন এর বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা চলমান।