
তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড় ৯ নং মাগুরা ইউনিয়ন পরিষদের এল,জি,এস,পি পোজেক্টর আওতাধীন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জতিষ চন্দ্র বর্মন এর মাধ্যমে মাগুরা ১৭ টি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২৬১ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাইমারি স্কুলে দেওয়া হয়েছে ২৫৫ টি ও স্থানীয় কিন্ডারগার্টেনে দেওয়া হয়েছে ৬ টি। দেশ রত্ন জননেতী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে শিক্ষার হার বাড়াতে ও শিশুদেরকে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে উপহার হিসেবে কোমল মতি শিশুদের হাতে পাঠ্যপুস্তকের পাশাপাশি পৌঁছে দিচ্ছেন স্কুল ব্যাগ। বিনামুল্যে স্কুল ব্যাগ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নং মাগুরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জতিষ চন্দ্র বর্মন। আরো উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লতিফুল ইসলাম (রাজু) , ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাসিবুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছতিষ চন্দ্র, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য পাবর্তী, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর কাইয়ুম, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন, ও ( ৪-৫-৬) নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ খোদেজা বেগম। সকলের উপস্থিতিতে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে স্কুল ব্যাগ হস্তান্তর করা হয়।
সে সময় চেয়ারম্যান জতিষ চন্দ্র বর্মন বলেন শিক্ষার মান উন্নত করতে ও শিশুদেরকে লেখা পড়ায় আরো বেশি মনোযোগ আনতে আমাদের জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সব সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের দেশের শিশুরা যেনো কিছুতেই লেখা- পড়ায় পিছিয়ে না পরে। যত দিন যাচ্ছে দেশ ও ততো এগিয়ে যাচ্ছে । সময়ের পরিবর্তন হয়েছে তাই দেশ এখন ডিজিটাল ও স্মার্টে রুপান্তরিত হতে যাচ্ছে।