Subscribe our Channel

পীরগঞ্জে দুই ছাত্রীর উপবৃত্তি আত্মসাৎ অফিস সহকারীর

পীরগঞ্জ প্রতিনিধি :  পীরগঞ্জে নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী  একাধিকবার  শিক্ষার্থীদের মোবাইল ফোন নম্বর পরিবর্তন করে উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন  বলে অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা  হয়েছে ।  জানা গেছে, ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সেঁজুতি রানী ও প্রণতি রানীর উপবৃত্তির  তালিকায়  দেওয়া মোবাইল ফোন নম্বর পরিবর্তন করে অফিস সহকারী মোস্তাফিজুর রহমান ও তার  দোকান   কর্মচারী  কাউসার আগের কয়েকবারের মতো ফের তাদের ফোন নম্বর ব্যবহার  করে  উপবৃত্তির  টাকা আত্মসাৎ করেছেন। ওই দুই শিক্ষার্থীর অভিভাবক নিখিল রাজবংশী  ও  শ্রীকান্ত  রায় অভিযোগ  করে বলেন, এ ঘটনায় ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার  কাছে  অভিযোগ  করা  হলেও আজ পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি। তারা আরও বলেন, উপবৃত্তির তালিকায়  নাম  থাকা  সত্ত্বেও বিদ্যালয়ের  শিক্ষার্থীরা  উপবৃত্তির  টাকা   পাচ্ছে  না ।  অফিস  সহকারী  মোস্তাফিজুর  রহমান সহ বিদ্যালয় সংশ্লিষ্টরা মোবাইল ফোন   নম্বর   পরিবর্তন করে উপবৃত্তির টাকা আত্মসাৎ করছেন ।

এ বিষয়ে অফিস সহকারী   মোস্তাফিজুর   রহমান   বলেন, বিষয়টি প্রধান  শিক্ষক জানেন । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  রমেশ  চন্দ্র  রায়  ও ম্যানেজিং   কমিটির  সভাপতি  আকিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *