Subscribe our Channel

ভোট চাইতে গিয়ে লজ্জায় পড়লেন নিজাম হাজারী

ফেনী জেলা প্রতিনিধি : ‘নেয়ামতপুর থেকে আসার পথে যে রাস্তা দিয়ে এসেছি আমি এই এলাকার সংসদ সদস্য, এটা ভাবতেও আমার কাছে লজ্জা লাগছে। রাস্তার জরাজীর্ণ অবস্থা দেখে লজ্জিত হয়েছি। রাস্তার দায়িত্ব জনপ্রতিনিধিদের। আমিতো সবসময় সব জায়গায় গিয়ে রাস্তাঘাট দেখতে পারি না। ভোট চাইতে এসে লজ্জা লাগছে। আজকের পর থেকে লেমুয়ার সকল দায়িত্ব ব্যক্তিগতভাবে নিলাম। এখানে যেই পরিমাণ উন্নয়ন করা প্রয়োজন, সেই দায়িত্ব আমি কাউকে দেবো না। এই নিজাম হাজারী লেমুয়ার চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান ভাববেন। আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করলে সকল রাস্তা সম্পূর্ণ করে দেবো।

’বুধবার (২৭ ডিসেম্বর) রাতে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফেনী-২ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তার এ বক্তব্যের সময় উপস্থিত শত শত নারী-পুরুষ সমর্থন জানান।ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সভায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ উদ্দিন নাসিম, উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স ম্পাদক দেলোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রিপন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ – সভাপতি মোশারফ হোসেন সুমন প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *