
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স :
“ খাদ্য ব্যবস্থার রূপান্তর ; মানুষের জন্য যুব উৎদ্ভাবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। স্থাস্থ্য বিধি মেনে
বৃহস্পতিবার (১২ আগষ্ট )সকালে অন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ বাংলাদেশ এর আয়োজনে অফিস হলরুমে এ দিবস পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বসভাঙ্গা বসন্তপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম নারায়ন রায়, ইএসডিও টেকনিক্যাল ম্যানেজার রওশন জামান চৌধুরী, গুড নেইবার্স পীরগঞ্জ সিডিপির সিনিয়র ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার, যুব কাউন্সিল লিডার আল আমিন ইসলাম, ইএসডিও যুব প্রতিনিধি সুবোধ চন্দ্র রায় প্রমুখ।
এসময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যুবক যুবতিরা উপস্থিত ছিলেন।