
মো : আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিনিধি :
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ী ভাংচুর, লুটপাট ও ভূমি যবর দখলের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ই আগষ্ট বিকাল ৫টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তার মোড়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করেন।
কর্মসূচীতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ও ভানোর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অপূর্ব কুমার রায় চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনোদ কুন্ডু, সাধারণ সম্পাদক বিদ্যা নাথ বর্মন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত রাম প্রমুখ।
বক্তারা বলেন, খুলনা, পটুয়ালী, মৌলভী বাজার দেশের বিভিন্ন জেলায় আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অমানবিক জুলুম নির্যাতন চলছে।
অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।