Subscribe our Channel

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ডাকাতের ‘বন্দুকযুদ্ধ’ ; নিহত-১ !

চট্টগ্রামের   সীতাকুণ্ডে   র‍্যাবের   সঙ্গে   ‘বন্দুকযুদ্ধে’   কাজল   (৪৮)   নামে   এক   ডাকাত   নিহত   হয়েছেন ।   শুক্রবার   (৬ আগস্ট)   দিবাগত    রাত   ১. ১৫   মিনিটের   দিকে  উপজেলার  বায়েজিদ  সংযোগ  সড়ক  এলাকায়  এ  ঘটনা  ঘটে ।

 

 

 

বিষয়টি    নিশ্চিত  করেছেন  সীতাকুণ্ড  থানার  ভারপ্রাপ্ত   কর্মকর্তা   ( ওসি )  আবুল   কালাম  আজাদ।  তিনি  বলেন,  ‘শুক্রবার  রাতে  ডাকাতির প্রস্তুতির  সংবাদে  বায়েজিদ  সংযোগ  সড়ক  এলাকায়  অভিযান  পরিচালনা  করে  র‍্যাব ।

 

 

 

এ  সময়  ডাকাতরা  র‍্যাবের  উদ্দেশ্যে  গুলি  ছুড়লে   তারাও  পাল্টা  গুলি  চালায় ।  উভয়পক্ষের  গোলাগুলি  শেষে  কাজল  নামে  এক  ব্যক্তির  মরদেহ  পড়ে থাকে ।  মরদেহ  উদ্ধার  করে  ময়নাতদন্তের  জন্য  চট্টগ্রাম  মেডিকেল  কলেজ  হাসপাতালে  পাঠানো  হয় ।’

 

 

 

 

ওসি  আরও  বলেন ,  গত  ১৬  জুলাই  বায়েজিদ  সংযোগ  সড়কে  ডাকাতের  গুলিতে  আব্দুর  রহমান  ( ৪৫ )   নামে  গরুবাহী  এক ট্রাকচালক  নিহত  হন।  এ  ঘটনায়  গ্রেফতার  বেশ  কয়েকজনের   স্বীকারোক্তিতে  কাজলের  নাম  ওঠে  আসে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *