Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে কোভিন ১৯ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন!

 কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সারাদেশ ব্যাপী কোভিন-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৭ আগস্ট বেলা ১১ টায় উপজেলার চেরাগপুর ইউনিয়ন এর ধনজইল উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

 

 

৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন। চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র টিকা ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

 

 

এ সময় অন্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান মিলন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল হাকিম।

 

 

 

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন,ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ। ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৬০০ জনকে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *