Subscribe our Channel

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস নিউজ ডেস্কঃ

 

 

ঠাকুরগাঁওয়ে এসএসসি ৯৯ ব্যাচের করোনা প্রতিরোধে মাস্ক বিতরন ও সচেতনমুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে এসএসসি ৯৯ ব্যাচের সদস্যরা জেলা শহরের বিভিন্নস্থানে সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে করোনা প্রতিরোধে সচেতন করেন। এসময় ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান এসএসসি ৯৯ ব্যাচের কর্নধার খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার উপস্থিত ছিলেন। সচেতনমুলক কার্যক্রমে সুশান্ত সরকার বলেন, করোনা মহামারিতে সকলকে সচেতন হওয়া প্রয়োজন।

 

 

 

তা না এ ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পরবে। তাই নিজে সচেতন থাকার পাশাপাশি আশপাশে প্রত্যেককে সচেতনার সাথে চলাফেরা করতে পরামর্শ প্রদান করেন ।

 

 

 

এ কার্যক্রমে এসএসসি ৯৯ ব্যাচের অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে জেলা শহরের আর্টগ্যালারি, কলেজপাড়া, গোবিন্দনগর এলাকাসহ বেশ কয়েকটি স্থান ঘুরে সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দেন। সেই সাথে করোনা সংক্রামন ঠেকাতে সচেতন হতে প্রত্যেককে উদ্ভুদ্ধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *