
মোঃরাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ-
সিপিসি-২, নাটোর ক্যাম্প,র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ২৯ জুলাই ২০২১ ইং তারিখ ২.০০ ঘটিকা হতে ৩.০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন কাচিকাটা বাজারস্থ এলাকায় কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, গাঁজাযুক্ত আংশিক সিগারেট- ০১টি, কাঠের টুকরা- ০১ টি, মোবাইল- ০৯ টি, সিমকার্ড- ১৫ টি, মেমোরীকার্ড- ০২ টি, গ্যাস লাইট-০১ টিসহ, আসামী, মোঃ শরীফুল ইসলাম (৩৫) পিতা- মোঃ শাহজাহান সরকার সাং-কাচিকাটা বাজার,
মোঃ ইমন খলিফা (২০) পিতা- মোঃ আমিন খলিফা সাং-চাচকৈড় খলিফা পাড়া, মোঃ আব্দুলস্নাহ আল মামুন (২১) পিতা- মোঃ রেজাউল করিম, মোঃ ইয়াছিন তালুকদার পলক (১৯) পিতা- মৃত হামিদুল হক তালুকদার, মোঃ রিফাত হাসান পিয়াস (২২) পিতা- মৃত রাশেদুল ইসলাম সর্ব সাং চাচকৈড় বাজার, মোঃ বোরহান উদ্দিন (১৯) পিতা-মোঃ মজনু সরদার সাং-মশিন্দা সর্ব থানা-গুরুদাসপুর , জেলা- নাটোরদেরকে আটক করে। অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করতঃ নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ডোপ টেস্টে ০৬ জনের পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়।