
মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া জেলা শেরপুর উপজেলায় গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের মৃত্যু ওহাব মন্ডল এর ছেলে মোঃ শাহীন মন্ডল দীর্ঘদিন যাবৎ বসবাস করিয়া আসিতেছেন এরিএকপর্যায়ে তার ছোট একটি ছাগল ছানাকে কেন্দ্র করে ম্যারপিট ১ লহ্ম ২ হাজার ৬০০ শ, টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই বিষয়ে, মোঃ শাহীন মন্ডল বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুএে জানাযায়, ২৭/৭/২০২১ তারিখ মঙ্গলবার সকাল অনুমান (৭) সাত ঘটিকার সময় আমার একটি ছাগলের ছোট ছানা আমার বাড়ির পাশে আমার দূর সম্পর্কের ভগ্নীপতি মোঃ কালাম এর খালি চাতালের উপর ছাগল ছানাটি গেলে তার শাশুড়ী আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার গালিগালাজ শুনে আমি ঘর থেকে বেড়িয়ে আসি এবং তার সাথে আমার সমান্য বাকবিতন্ডা হয়।
এই ছাগল ছানাকে কেদ্র করে পূর্বের সএুতার জেরধরে ১/ মোঃজহুরুল ইসলাম (৩৫) ২/মোঃফরদুলা (৩২) ৩/ মোঃ ফরিদুল (৪০) উভয় পিতা- মৃত্যু গফুর ৪/নুরুল ইসলাম (৫০) পিতা-অজ্ঞাত ৫/রুবেল মিয়া (৩০) ৬/ ইব্রাহিম হেসেন ( ২৫) উভয় পিতা- নুরুল ইসলাম সর্বসাং বনমরিচা ইউপি গাড়ীদহ থানা শেরপুর জেলা বগুড়াগন একএ হইয়া আমার বাড়িতে ঘরের ভিতর প্রবেশ করিয়া লাঠিসোঁটা ও ইট প্যাটকেল দিয়ে আমি কিছু বুঝে উঠার আগেই আমাকে ম্যারপিট করতে থাকে এবং আমার ডানপায়ে লাঠি দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ছেলাফুলা জখম করে ও কৌশলে আমার শাটের পকেট থেকে (দুই হাজার, ছয়শত) টাকা ছিনিয়ে নেয়।
আমার চিৎকারে আমার বড় ভাই মোঃসামসুল হক মন্ডল এগিয়ে আসিলে বিবাদী মোঃ জহুরুল ইসলাম তাকে ইট দিয়ে মাথায় জোরেসরে আঘাত করলে মাথার ডান পাশে রক্তাক্ত ও সারাশরীরে ছেলাফোলা জখম করে এবং কিল-ঘুষি মারে, পরে আমার ভাই মাটিতে লুটাইয়া পরিলে ওই সুযোগে বিবাদীগন আমার ঘরে থাকা শোকেজের ভিতর থেকে আরো (এক লহ্ম) টাকা ছিনতাই করে। আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে বিবাদীগন পালিয়ে যায় ।
পরে আশেপাশে থাকা লোকজন আমাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। যাহার সাহ্মি ১/ রুকছানা বিবি ২/ ছামিরন বিবি৩/ মর্জিনা বিবি,সর্বসাং বনমরিচা ইউপি গাড়ীদহ থানা শেরপুর জেলা বগুড়াগন সহ আরো অনেকে ঘটনা টি দেখিয়াছে এবং শুনিয়াছে।
সেই থেকে বিবাদীগন আমাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাননাশের হুমকি দিয়ে আসিতেছে । বিধায় বিষয় টি প্রশাসনের নজরে নিয়ে আসার জন্য সংবাদ কমিদের স্বরন করেন।