
প্রতিকৃতী ছবি
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স :
পঞ্চগড়ে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের আসামী পলাতক !
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। রোববার ২৫ জুলাই রাতে ওই শিশুর চাচা মতিয়ার রহমান (৪৫) নামে বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নাম্বার (৪২) ২৫ / ৭/ ২০২১ ইং । বর্তমানে ওই শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মামলার সূত্রে জানা যায়,ধর্ষক শুকরু মোহাম্মদ (৬০) প্রায় সময় ওই শিশুকে নানা রকম ভয়ভীতি দেখাতো এবং মাঝে মধ্যে তাকে ডেকে কোলে বসাত।
এনিয়ে গ্রাম্য শালিসও হয়েছে। গত ২৪ জুলাই দুপুরে শিশুটির মা বাবা বাড়িতে না থাকায় শুকরু মোহাম্মদ বাড়িতে ঢুকে দেখে শিশুটি একাই রয়েছে সে সুযোগে শিশুটিকে ভয় দেখিয়ে তাকে নিয়ে তাদের ঘরে ঢুকে ধর্ষণ করতে থাকে। শিশুটি চিৎকার করলে পাশের এক মহিলা শিশুটির চিৎকার শুনে ওই বাড়িতে এগিয়ে আসলে ধর্ষক শিশুটিকে ছেড়ে দিয়ে ঘর থেকে পালিয়ে যায়। বিকেলে শিশুটি মা বাড়িতে আসলে শিশুটি কান্না করে তার মাকে সব ঘটনা খুলে বলে।
এনিয়ে শিশুটির মা বাবা চাকলাহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জমির উদ্দীন (দুলা) তাকে বিষয়টি জানালে তিনি সাথে সাথে ওই ধর্ষককে ডেকে এনে টাকার বিনিময়ে আপোষ মিমাংসার জন্য শিশুটির মা বাবাকে চাপ দেন। শিশুটির মা বাবা আপোষ মিমাংসা না করায় ওই ইউপি জমির উদ্দীন দুলা তাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দিয়ে ধর্ষককে পালিয়ে যেতে সাহায্য করে। এদিকে শিশুটির মা বাবা জানান, যে আমার মেয়ের সর্বনাশ করেছে সেই ধর্ষকের যেন উচিৎ বিচার হয়।
এবিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা পিপিএম পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে মুঠো ফোনে জানান, চাকলাহাট ইউনিয়নে একটি ৭ বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হওয়ায় শিশুটির চাচা বাদী হয়ে এজাহার করেছে। ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী আটকের অভিযান অব্যাহত রয়েছে।