
বগুড়া প্রতিনিধি :
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ জুলাই ২০২১ ইং তারিখ ১৪.১০ ঘটিকার সময় বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন শাঁওইল পশ্চিম পাড়াস্থ ধৃত আসামী মোঃ আব্দুল রশিদ (৪৮), পিতা-মৃত মোজাম প্রামানিক এর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী ঘরের ভিতর অভিযান পরিচালনা করে কালোবাজারি
মোঃ আব্দুল রশিদ (৪৮), পিতা-মৃত মোজাম প্রামানিক, সাং-শাঁওইল পশ্চিমপাড়া, থানা-আদমদীঘি, জেলা-বগুড়াকে ৩০.৫ কেজি ওজনের ০১ টি বিষ্ণু মূর্তি এবং মোবাইলসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ জনসাধারণকে প্রতারিত করে মূর্তি বিক্রয় করে আসছে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে ।