
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স :
অসহায় এই মানুষ গুলো ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে রাস্তায় এসে হাত পেতে দাড়িয়েছে। অসহায় এই মানুষ গুলোর আর্তচিৎকার গুলো রাস্তায় বের হয়ে এলেই শুনতে পাওয়া যায়। অসহায় এই মানুষটি ই তার কষ্টের কথা সেচ্ছাসেবীর কাছে প্রকাশ করে।
” মাইনসের মাল টাইননা দুইডা ভাত খাইতাম। কত মাইনসের মালের বস্তা যে এই মাথায় লইয়া টানছি তা কইয়া শেষ করবার পারুম না। এহন লকডাউনে একবারে নিঃস্ব হইয়া গেছি ” সরকারের করোনার এই লকডাউনে কর্ম নেই শ্রমজীবী মানুষের। করোনার এই যুদ্ধে এই অসহায় মানুষগুলো লড়ে যাচ্ছেন ক্ষুধার সাথে। এ যেন একটু বাচার লড়াই , পেটের ক্ষুধা সাথে বেচে থাকার লড়াই। রাস্তায় ছিন্নমূল মানুষ গুলো খাবারের সন্ধানের লড়াইটি করে বেড়াচ্ছে । জানি না কোথায় এর শেষ !!