
জয়ন্ত রায় বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
আজ ১৯জুলাই সোমবার বিকাল ৪টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে কোইকা সিএইচডব্লিউ প্রকল্প, গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় অত্র ইউনিয়নের ১১৪১টি অসহায় প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও অতি দরিদ্র পরিবাবের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে জরুরী খাদ্য ও ব্যক্তি গত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রত্যেক পরিবারকে ১০কেজি চাল, ২কেজি ডাল, ১কেজি সয়াবিন তৈল, ১কেজি লবণ, ২ টি সাবান ও ১০টি কাপড়ের মাক্স দেওয়া হয়। এই বিতরণের মাধ্যমে কোইকা সিএইচডব্লিউ প্রকল্প ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও দিনাজপুর জেলার বোচাগঞ্জ এবং বীরগঞ্জ উপজেলার ৩৫০০টি পরিবারের মাঝে বিতরণ সম্পন্ন করেছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এসময় প্রকল্প ব্যবস্থাপক রেমন্ড কুইয়া, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রিপুল রেমা, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এর যৌথ আর্থিক-সহযোগিতা কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প ২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে জন্য দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগড় ও ২ নং ইশানিয়া ইউনিয়নে কাজ করা যাচ্ছে ।
ক্যাপশনঃ আজ ১৯জুলাই সোমবার দিনাজপুরের বোচাগঞ্জে কোইকা জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প, গুড নেইবারস বাংলাদেশ এর পক্ষ থেকে ২নং ইশানিয়া ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী তুলেদেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।