
মো আব্দুর রাজ্জাক নিজস্ব প্রতিনিধি :
গত ২৪ ঘন্টার করোনা আপডেট ০৬/০৭/২০২১ তারিখে জেলা সিভিল সার্জন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত রিপোট অনুযায়ী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা=২৬৬ ২৪ ঘন্টায় শনাক্ত=১১৪ ২৪ ঘন্টায় মৃত্যু= ০৫ ( যাদের মধ্যে ০৩ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে, ০১ জন করোনা ডেডিকেটেড হাসপাতাল, রংপুরে এবং ০১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঠাকুগাঁও এ মৃত্যুবরণ করেছেন।)

মৃত্যু- ১.সদর উপজেলা- ০২ জন ( ৪০ ও ৪২ বছর, পুরুষ) ২.বালিয়াডাঙ্গী-০১জন (৫২ বছর, পুরুষ) ৩.পীরগঞ্জ-০১ জন (৭০ বছর,পুরুষ) ৪.রানীশংকৈল-০১ জন (৬০ বছর, পুরুষ) করোনার ভয়াবহ অবস্থা বিরাজ করছে মর্মে বালিয়াডাংগী উপজেলার চৌরাস্তায় বালিয়াডাংগী থানার ওসি তদন্ত মোঃ আব্দুস সবুর সাহেব তার সঙ্গীয় বাহিনী সহ বিভিন্ন ব্যবসায়ী, অফিস প্রধান, পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকার আরোপিত বিধি নিষেধ প্রতিপালন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় রাস্তায় জনসাধারণের উপস্থিতি ছিলো খুবই কম ও দোকান পাট বন্ধ ছিলো।