
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সাথে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
(৪ জুলাই)রবিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। সিভিক সার্জন আরো মাহাফুজার রহমান আরো বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
তার মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, বালিয়াডাঙ্গীতে ১৫, রানীশংকৈলে ৪০ জন, হরিপুরে ৯ ও পীরগঞ্জে ২১ জনের দেহে এই ভাইরাস সংক্রামিত হয়েছে। মৃত্যু হয়েছে নতুন করে আরো সাত জনের।
সিভিল সার্জন আরও বলেন, ‘ঠাকুরগাঁও জেলায় হু হু করে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে আমরা উদ্বিগ্ন। এ সংক্রমণ ঠেকাতে আরও কঠোর হতে হবে সকল মানুষকে ।আর তা না হলে পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যেতে পারে।
ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭ শত ৩৫ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে।
এরমধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ২শত ৬১ আর মৃত্যু হয়েছে ৯৪ জনের।