
শহীদুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ করোনা মহামারী রোগে আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকট নিরসনের জন্য রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ সেটসহ মোট পাঁচটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
৩ জুলাই শনিবার সকাল ১১.৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ এর কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের চেয়ারম্যান- মোঃ শাহরিয়ার আজম মুন্না,রাণীশংকৈল পৌরসভার মেয়র- মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)- প্রীতম সাহা, রানিশংকেল থানার অফিসার ইনচার্জ- মোঃ এস এম জাহিদ ইকবাল প্রমুখ। জাতীয় পার্টি কর্তৃক- উপজেলা জাতীয় পার্টির সভাপতি- এ জেড সুলতান আহাম্মেদ, সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ আক্তারুজ্জামান, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ৩ নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইসহাক আলী প্রমুখ মাধ্যমে উপজেলা স্বাস্থ কর্মকর্তার নিকটে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি বৃন্দের বক্তব্যকালে এমন সহায়তা মূলক অনুদানের প্রশংসা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না ও রানীশংকৈল পৌরমেয়র মোস্তাফিজুর রহমান ।
উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ বলেন, করোনা রোগীদের অক্সিজেন সাপ্লাই হিসেবে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা পর্যাপ্ত নেই। এই অনুদানের অনেকটা পূরণ হবে তবে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাইয়ের জন্য তিনি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সহায়তা কামনা করেন।
এই করুন সময়ে সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও বিত্তশালীদের এমন মানবিক সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি)ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা ।