
পীরগঞ্জ নিউজ ডেক্স :
দেশের পাবনা সুজানগর নামক স্থানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাওয়া সেই ভূমিহীনদের ঘরে উদ্বোধন করার চার দিন না যেতেই ঘড়ের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে ।
এতে নির্মাণ কাজের মান নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে এসেছে ।দেশে গত ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের সাথে সুজানগরটিতেও আনুষ্ঠানিক ভাবে সেই ঘরগুলো ভার্চুয়ালি উদ্বোধন করেন।
এসময় পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির সেই দিনটিতে উপজেলা পরিষদ হল রুমে সুজানগর এর ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে নতুন ঘর ও জমির দলিল পত্র হস্তান্তর করেছিলেন।এসময় সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এর সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অর্থায়নে ২০২০-২১ ইং অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নে চারটি, সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়ি পাড়াতে চারটি ও কাদোয়া নামক গ্রামে চারটি সহ সর্ব মোট ১২টি ভূমিহীন পরিবারকে ২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত দিয়ে একটি করে সেমি পাকা ঘর তৈরি করে দেয়া হয়। সেই সাথে আরো জানা যায়, প্রতিটি ঘর নির্মাণ ব্যয় করা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।
উক্ত কাজটি র সম্পূর্ণ ভাবে দেখার জন্য দ্বায়িত্ব স্থানীয় উপজেলা প্রশাসনের উপর । এমনকি বুধবার (২৩ জুন) এলাকাটি ঘুরে দেখা যায়, উপজেলার ভায়না গ্রামে একটি ঘরে ফাটল ধরে ।
সেখানকার বসবাসরত স্থানীয়দের অভিযোগ, অনেকটা তড়িঘড়ি করে ঘরগুলো নির্মাণ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এমনকি নির্মাণ সামগ্রী পরিমাণে কম দেয়ার কারণেই মূলত ফাটল ধরেছে। পাকাঘর পেয়ে অনেকটা খুশি হলেও উক্ত নির্মাণের অবস্থা দেখে উপকারভোগীদের মনে হতাশার ছাঁয়া দেখা যায় ।
এসময় ঘর পাওয়া ভূমিহীন ভায়না এলাকাতে বসবাসরত সুমি খাতুন পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানালেন, তারা ভূমিহীন গরিব মানুষ বলেই ঘর পেয়েছেন । তবে এমন ঘর পেলেন ঘরে নির্মাণের কয়েক দিন না যেতেই ফেটে গেছে সেই দেয়াল । টয়লেটের ল্যাট্রিনের রিং-স্লাবটিও ভাঙা ।
আমরা বসবাস করছি ফাঁকা মাঠে এতে নেই কোন যাতায়াতের রাস্তা সেই সাথে নেই বিদ্যুৎ, আরো নেই পানি খাওয়া টিউবয়েল আমরা যেনে এক ভূতুরে এলাকাতে বসবাস করছি ।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই ব্যাহাল দশা গুলো একটু বিবেচনা করবেন ।