Subscribe our Channel

উওয়াইমে মারমা জীবন বাচানো জন‍্য আর্থিক সহযোগিতা হাত বাড়ুন

উচহ্লা মারমা-বান্দরবান প্রতিনিধি :

 

বান্দরবানের লামা উপজেলা ০৭নং ফাইতং ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের শিবাতলী পাড়া গরীব অসহায় মেথোয়াই মারমা কন‍্যা উওয়াইমে মারমা ( চতুর্থ শ্রেণী ) শিবাতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে পড়ুয়া মেয়ে কঠিন রোগের আক্রান্ত হয়ে দীর্ঘ বছর ধরে উন্নত মানে চিকিৎসা অভাবে মৃত্যু নিয়ে পান্জার লড়াই করতেছে।

 

 

তাহার পিতার স্বয়ং সম্পূর্ণ যা কিছু জায়গা জমি ছিল সব কিছু নিয়ে মেয়ের চিকিৎসা করতে করতে সব হাড়িয়ে ফেলছে বর্তমানে তাহাদের কিছু নাই বলে পিতা জানান। এলাকার লোকজন বিভিন্ন পাড়ার পাড়ার থেকে কিছু কিছু টাকার চাঁদা কালেকশন করে দীর্ঘদিন চিকিৎসা করে আসছিল।

 

 

এক একটা ওষুধের দাম অনেক টাকা মূল্য হওয়া রোগীর ওষুধ খেটে পারছে না এবং সু চিকিৎসা করা মত তাহাদের কোনো সামাথ‍্য ও নাই বর্তমানে। বিভিন্ন ডাক্তার কাছে বিভিন্ন ধরনের রোগের পরীক্ষা করে আসছিল কিন্তু তাহার রোগ কোনো ডাক্তার ভালো ভাবে চিকিৎসা করতে পারে নাই।

 

 

ডাক্তার নাকি বলছে তাহাকে ঢাকার ভালো হাসপাতালে পরীক্ষা করে চিকিৎসা করতে পারলে ভালো হবে মেয়েটি। তাই মেয়েটি চিকিৎসার জন‍্য লক্ষ টাকার প্রয়োজন হবে।

 

 

মেয়ের জীবন বাচানো জন‍্য হৃদয়বান ব‍্যক্তিরা এগিয়ে আসুন প্লিজ। যোগাযোগ নাম্বার :- 01881-247429 পিতা বিকাশ নাম্বার:- 01585-279103

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *