
মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর :
“আতঙ্কিত না হয়ে সচেতন হন, করোনা প্রতিরোধ এগিয়ে আসুন”-এই শ্লোগানকে সামনে রেখে ২১ জুন সোমবার দিনাজপুর শহর আওয়ামী লীগের বিভিন্ন স্থানে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন শহর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক রতন সিং।
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ নেয়ামত উল্লাহ খান, মোঃ ফরিদ আলী, মোঃ আবু কালাম আজাদ, মোঃ হাবলু, মোঃ শাহিন, মোঃ হানিফ, মোঃ শাহাজাদা জাফর সহ নেতাকর্মীরা। করোনা সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে বক্তারা বলেন, নিজে মাস্ক ব্যবহার করুন, অন্যকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করুন।
সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোঁয়া, হাত না ধুঁয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ না করা, হাঁচি, কাশি দেওয়ার সময় মুখ রুমাল দিয়ে ঢেকে রাখা, কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুঁয়ে নেওয়া, মাছ ও ডিম ভালোভাবে সিদ্ধ করে খাওয়া, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করা, মুখে মাস্ক ব্যবহার করে বাহিরে বের হওয়া, দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা উচিৎ, প্রয়োজন না হলে বাহিরে না যাওয়া। উক্ত কর্মসূচী ৩নং ওয়ার্ডের মডার্ণ মোড়, নিমতলা মোড়, মুন্সিপাড়া, বুটি বাবুর মোড়, তাল পুকুর ও খালপাড়া এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হয়। মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর।