
মুহম্মদ তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”- প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষের দ্বিতীয় পর্যায়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নের ১৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরের চাবি ও জমির কাগজ হস্তান্তর করা হয়েছে।
বাংলাবান্ধা ইউনিয়নে ১২টি, তিরনইহাট ইউনিয়নে ৩৪টি, তেঁতুলিয়া ইউনিয়নে ৩৯টি, সালবাহান ইউনিয়নে ১১টি, বুড়াবুড়ি ইউনিয়নে ১৮টি, ভজনপুর ইউনিয়নে ১১টি ও দেবনগড় ইউনিয়নে ১০টি। রোববার (২০ জুন ২০২১) সকাল ১১ টায় উপজেলা ডাকবাংলোর বেরং কমপ্লেক্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীনদের নতুন পাকা ঘরের চাবি ও জমির কাগজ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী সেটেলমেন্ট অফিসার মফিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পরিবারের লোকজনসহ সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য ২৩ জানুয়ারি ২০২১ প্রথম ধাপে তেঁতুলিয়া উপজেলায় ১৪২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির কাগজ ও নতুন পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছিল।