Subscribe our Channel

রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্যাগি প্রবীন নেতা দীপক ভট্টচার্য্যের করুন কাহিনী

হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

 

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র উপদেষ্টা দীপক ভট্টচাযর্য নেতার এক করুন কাহিনী। তাহাঁর বর্তমান বয়স ৭০ বছর। রাজনৈতি করেছেন ছাত্রলীগ হইতে আরম্ভ করে ৫২/৫৩ বছর যাবৎ সুদিনে বা দূ:দিনে আন্দোলনে রাজ পথে ছিলেন।

 

 

তিনি আরো জানান জিয়াউর রহমান, এরশাদ ও সাময়িক শাসনামলের সময় কোন দিন মাথা নত করেন নাই। ১৯৮২ইং যখন সংগঠনের দূ:দিন ছিল তখন থেকে প্রয়াত হেডম্যান মংহ্লাচিং মারমা (সাবেক চেয়ারম্যান), বাবু বিপুল মজুমদার (প্রয়াত) বাবু অনিল তঞ্চঙ্গ্যাসহ এরশাদ ও বিএনপি মূখোমুখি আওয়ামীলীগের সমুখ সারির আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

 

 

বিএনপি আমলে রোয়াংছড়ি বাজারে নিজ ঘর হইতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রয়াত অনিল তঞ্চঙ্গ্যা (মাস্টার) ও চিত্ত তঞ্চঙ্গ্যা নেতৃত্বে জনতার আন্দোলনে থানা হইতে অন্তবর্ত্তি জামিন দেন বাবু দীপক ভট্টাচার্য্যকে। নিজ দ্বায়িত্বে ও অর্থে দূ:সময়ে সংগঠন চালিয়েছেন। তিনি দীর্ঘ ৫ বছর রোয়াংছড়ি বাজার কমিটির সভাপতি পদে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। কিছুদিন আগে বয়সের ভারাক্রান্তিতে পদত্যাগ করেন রোয়াংছড়ি বাজার কমিটি থেকে।

 

 

তিনি নিজ ধর্মীয় প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত করেছেন। বহু বৎসর যাবৎ শ্রী শ্রী কেন্দ্রিয় হরি ও শ্যামা মন্দিরের দায়িত্বে থাকা কালিন নিজ উদ্যোগে মন্দিরের বহু সম্পদ গড়েছেন। রোয়াংছড়ি উপজেলা হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দিরের সম্পদ রক্ষা করতে ও দখল মুক্ত করতে জীবনের ঝুকি নিয়ে আইনি প্রক্রিয়ায় সফল হয়েছেন।

 

 

বর্তমানে রোয়াংছড়ি উপজেলার সিনিয়র উপদেষ্টার কথা কেউ মনে রাখেনি? আওয়ামীলীগের দ্বায়িত্ববান নেতারা কেউ তাকে খোঁজ খবরও রাখেনি বলে দু:খ প্রকাশ করেন। জীবনের শেষবেলাতে জীবন জীবিকার চালাতে ও দেনা পরিশোধ করতে নিজের শেষ সম্ভল বসতঘর পর্যন্ত বিক্রয় করে দিতে হয়েছে। তিনি এখনও কোন প্রকারে বেঁচে আছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *