
মোঃ তোতা মিয়া ব্যুরো প্রধান :
পঞ্চগড় সহ সিনেমা হল গুলো এখন আর ভালো নেই । একের পর এক বন্ধ হয়েছে সিনেমা হল গুলো ।যার ফলে চরম সংকটে পড়েছে সিনেমার ব্যবসা। হুমকির মুখে আজ চলচ্চিত্র শিল্প। প্রায় প্রতি বছরেই দেখা যায় সিনেমা হল গুলো বন্ধ হয়ে যাচ্ছে।
এর মধ্যে কোনোটি হচ্ছে শপিং মল, কোনোটি হচ্ছে গোডাউন, আবার কনোটি বসত বাড়ি, এবং খাবার হোটেল। পঞ্চগড় জেলার আলো ছায়য়া সিনেমা উত্তরের শেষ প্রান্তের বৃহৎ সিনেমা হল হিসেবে বিখ্যাত ছিলো।
এছাড়াও পঞ্চগড় পাঁচ উপজেলায় চলতো প্রতি যোগীতা মূলক সিনেমা হল। ২০ ৮ সাল এর পর হল গুলো একের পর এক একেবারে হল গুলো বন্ধ হয়ার যায় এখন বেহাল অবস্থায় রয়েছে।
এক সময় শহর থেকে শুরুকরে গ্রাম পর্যন্ত ছবি উপভোগ করার জন্য দর্শকের সমাগম ঘটত, পঞ্চগড় সিমেমা হল গুলোতে।এই সিনেমা হলকে কেন্দ্র করে এক সময় পঞ্চগড়ে সিনেমা হল রোড নামে পরিচিত রোড থাকলেও সেই সিনেমা হলটি এখন খাবারের হোটেল বা গোডাউনে পরিনত হয়েছে।
একসময় যেখানে টিকিট কেটে মানুষ লাইনে দাড়াতেন সিনেমা দেখার জন্য সেখানে এখন ক্ষুর্ধার্থ মানুষের লাইন খাবারের জন্য। জেলার সিনেমাপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা বিষয়টিকে বেশ বেদনাদায়ক হিসেবেই দেখছেন।