Subscribe our Channel

সারাদেশের ন্যায় পঞ্চগড়েও মডেল মসজিদের শুভ উদ্বোধন

 মোঃ তোতা মিয়া ব্যুরো প্রধান :

 

পঞ্চগড়ের সদর ও দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ জুন ) প্রধানমন্ত্রীর গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশের ৫০ টির সাথে পঞ্চগড়ের এই দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।

 

এ সময় পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি অফিসার মো: আরিফ হোসেন ।

জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট । সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শামীম সিদ্দিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাসহ আলেম ওলামরা উপস্থিত ছিলেন।

 

এই দুটি দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণে ২৪ কোটি টাকা ব্যয় হয়েছে । জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মির্জা সাখোয়াত হোসেন। উদ্বোধনের পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *