
কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
১ জুন ২০২১ নওগাঁও মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার উদে্যাগে দলের প্রতিষ্ঠিতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্বপ্নদ্রষ্টা, মক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সেক্টর কমান্ডার , খাল খনন কর্ম সূচির প্রবর্তক, বাংলার রাখাল রাজা, স্বাধীনতারঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবন ও অমর কীর্তি শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১ জুন বিকেলে অস্থায়ী দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অস্থায়ী দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম। এতে উপজেলা বিএনপি’র সভাপতি সদ্য কারামুক্ত কারা নির্যাতিত নেতা আলহাজ্ব রবিউল আলম বুলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা আলহাজ্ব আব্দুল মতিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির এক নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেরাব হোসেন বুলু, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইয়াছিন আল মামুন মুন্না, মহাদেবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক নং সদস্য আতিকুর রহমান আতিক, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব বাবুল দাস, যুগ্ম আহব্বায়ক শাহরুখ আহমেদ সাগর, সদস্য আবু বক্কর সিদ্দিক, সাবেক সদস্য রাকিবুল ইসলাম সাগর, ছাত্রনেতা হানিফ মন্ডল, ভীমপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোস্তাকিন হোসেন, হাতুড় ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মাহফুজুর রহমান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী সোবহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক ওলিউজ্জামান অলি প্রমুখ।
সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্য ও ছাত্রনেতা কামরুজ্জামান।