
নিজস্ব প্রতিবেদক :
দেশে প্রায় ৪৯ দিন বন্ধ থাকার পর আজ ২৪ মে থেকে খুব সাবধানতার সাথে সাস্থবিধি মেনে ট্রেনের যাত্রা শুরু করলেন । এই যাত্রাটি সকাল থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ফের নিজ গন্তব্যে স্থানে ছুটে চলছে ট্রেন গুলো ।
এসময় সকাল ৮টা পর্যন্ত ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করলেন পারাবত এক্সপ্রেস সেই সাথে চট্টগ্রাম এর উদ্দেশে মহানগর প্রভাতী এক্সপ্রেসকে ছেড়ে যেতে দেখা যায় । এই যাত্রাতে দুইটিট্রেনেই ছিল ফাঁকা । এমনকি এর সাথে সকালবেলা কমলাপুর থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যায় দেশের নানা প্রান্তে ।
সেই সাথে সোমবার ২৪ মে সকালের দিকে সেগুলোর অধিকাংশই ছিল না। ট্রেনের সূচনা স্টেশন রাজধানীর বাইরে হওয়ায় সেগুলো আজ সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।আজ সকালে টিকিট না পেয়ে কমলাপুর স্টেশনের বাইরে অনেককে অপেক্ষা করতে দেখা যায় ।
অধিকাংশ ট্রেনের যাত্রীগণ অনক চেষ্টার ফলেও অনলাইনে করতে পারেনি টিকিট ।সেই সাথে অনেকে শুধুমাত্র যে অনলাইনেই টিকিট দেয়া হচ্ছে সেই বিষয়টি জানতেন না । এমনকি ষ্টেশনে টিকেটের বিক্রির কোন ব্যাবস্থা ছিল না বলে জানা যায় ।
এসময় ফারুক হোসেন নামে এক যাত্রী বলে আমি অনেক কষ্ট করেছি টিকেটের জন্য কিন্তু কপাল খারাপ হলে যা হয় টিকেট আমার ভাগ্যে হয়নি ।
ভেবেছিলাম স্টেশনে গেলে হয়তোবা টিকেট পাবা সেখানে গিয়ে দেখি আরেক কারিশমা হায়রে কপাল সেখানেও টিকেট কাউন্টার বন্ধ ।