Subscribe our Channel

দেশে এবার এসএ টিভি , চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 

 

দেশে এবার  বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া গুলো বকেয়া থাকাতে বেসরকারি  টেলিভিশন চ্যানেল এসএ টিভি এবং চ্যানেল নাইন এর সকল প্রকার সম্প্রচার বন্ধ করে দিলেন বাংলাদেশ কমিউনিকেশন  স্যাটেলাইট  কোম্পানি  লিমিটেড  (বিসিএসসিএল)। ২০ মে রাত থেকেই চ্যানেল দুইটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে ।

 

 

 

এই বিষয়ে জানতে চাইলে বিসি এসসিএল- এর চেয়ারম্যান  ড.  শাজাহান মাহমুদ বলেন,  বিল বকেয়া  থাকার কারনে  চ্যানেল দুটির  সম্প্রচার বন্ধ করে  দেওয়া হয় । পূর্বের বকেয়া বিল গুলো পরিশোধ করা হলে ফের চালু হবে  চ্যানেল দুইাট।এমনকি   ড. শাজাহান মাহমুদ আরো জানালেন, যদি কোনও  সংস্থার বিল   বকেয়া থাকে তাহলে সেই প্রতিষ্ঠান গুলোর  সেবা বন্ধ করে দেওয়া হবে, এটিই সাধারণ নিয়ম এমনকি  সেটিই নিয়ম অনুসারে করা হয়েছে। উক্ত চ্যানেল দুটির কর্তৃপক্ষ আমাদের অফিসে আসেন এমনকি তাদের সাথে আমাদের কথা চলছে।

 

 

 

বকেয়া বিল পরিশোধ করলে চ্যানেল দুইটি ফের সম্প্রচার করাতে ফিরে আসবে । এসময়  টাকার অঙকে কতটাকা বকেয়া আছে জানতে চাইলে  বিসিএসসিএল চেয়ারম্যান সেই উত্তরটি না দিয়ে বলেন,  উক্ত  টাকার  পরিমাণ বেশি টাকা নয়।

 

 

তবে আসল কথা হচ্ছে  বকেয়া মানেই বকেয়াই সেটিতো পরিশোধ করতে হবে। তবে  আরো  চ্যানেলগুলোর সকল বিল  পরিশোধ আছে ।   উক্ত ব্যাপারে   জানতে চাইলে এসএ টিভির  একজন সিনিয়র  সাংবাদিক নাম  প্রকাশ না করার শর্তে  জানালেন, ঈদের আগেই বিল  পরিশোধের  জন্য চিঠি  এসেছিল ।

 

আমাদের কর্তৃপক্ষ  বিষয়টিকে কোন ভাবেই গুরুত্ব দেয়নি। ২০ মে রাত সোয়া ১০টার দিকে সকল প্রকার সম্প্রচার বন্ধ করে দিয়েছেন বিসিএসসিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *