
স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানের সাংবাদিকরা।
বুধবার (১৯ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবানে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করে।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিবেদন করায় সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা, নির্যাতন ও পুলিশে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ঢাকার জন্যই তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে সাংবাদিকরা মন্তব্য করেন।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি সারাদেশের সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি মংসানু মারমা, দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মিনারুল হক প্রমুখ।