
আবু তারেক বাঁধন নিজস্ব পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও সুগার মিলের সিডিএ সিরাজ উদ্দীনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলের পীরগঞ্জ জয় বাংলা মোড় সাব জোন অফিসে এ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেফর ডাঃ আনোয়ার খসরু পারভেজ, মরহুম সিরাজ উদ্দীনের ছেলে ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (অর্থ) শাহেন শাহ মিলন, ঠাকুরগাঁও ইক্ষু গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ডাঃ মোঃ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নুরনবী চঞ্চল, পীরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোকাদ্দেস হাসাত মিলন প্রমূখ।