
ঠাকুরগাঁও প্রতিনিধি :
কোল্ড স্টোরেজে আলুর ন্যায্য ভাড়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালন করেছে ঠাকুরগাঁও জেলারসহ আশেপাশের জেলার আলু ব্যবসায়িরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও আলু চাষি ও আলু ব্যবসায়ি কল্যাণ সমিতির উদ্যোগে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন আলু ব্যবসায়ি রফিকুল ইসলাম, আবদুল আলিম, আকবর আলী, রহমত আলী, মফিজুল ইসলামসহ ঠাকুরগাঁও আলু চাষি ও আলু ব্যবসায়ি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অন্যান্য জেলা শহর ও বিভাগীয় শহর গুলোতেও আলুর ভাড়া বস্তা প্রতি ১৫০-২০০টাকা। আর ঠাকুরগাঁওয়ে এই আলু বস্তা র্কোড স্টোরেজগুলোতে ৩৫০-৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এই অধিক ও অতিরিক্ত ভাড়া নেওয়ার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ও লোকসারে শিকার হচ্ছে।
তাই প্রশাসনের উচিত কোল্ড স্টোরেজ মালিকদের সাথে আলোচনা করে বস্তা প্রতি অন্যান্য জেলার মতো ন্যায্য ভাড়া রাখতে ও ভাড়া কমিয়ে সহনীয় পর্যায়ে আনার অনুরোধ করেন। মানববন্ধন ও সমাবেশ কর্মসুচিতে কয়েকশত আলু ব্যবসায়িসহ এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
সে সময় ঠাকুরগাঁও জেলার আলু ব্যবসায়ি ও ব্যবসায়ি কল্যাণ সমিতির নেতারা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মো: আসাদুজ্জামান আসাদ