Subscribe our Channel

ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গনহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মনববন্ধন

মোঃ তোতা মিয়া ব্যুরো প্রধান :

 

 

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা এবং গাজায় নির্বিচারে ইসরাইলের বিমান হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনে নৃশংস গনহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মনববন্ধন করেছে। ধর্মপ্রাণ মুসলমান ও সাংবাদিক বৃন্দ। বুধবার ( ২৯ মে ) দুপুরে পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধন কর্মসূচিতে পঞ্চগড় জেলা প্রেসক্লাবেৱ সভাপতি আনিসুর রহমান প্রধান বলেন, ফিলিস্তিনে নিরীহ জনগণের ওপর ইসরাইলি হামলা ও ফিলিস্তিনে ভূমি দখল ও সম্প্রসারণ বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

 

 

তিনি জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন। পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শাহ জালাল। এডভোকেট আবু বক্কর সিদ্দিক। এডভোকেট হকিকুল ইসলাম আবু সালেক, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। ও এনামুল হক সাংবাদিক পঞ্চগড় জেলা প্রেসক্লাব ।

 

 

 

এসময় শাহাজালাল বলেন, রমজান মাসে এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে এবং এরপরেও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংসতা অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ^নেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক। ইসরাইল কি সব আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে? আবু বক্কর সিদ্দিক তিনি বলেন, ইসরাইলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ^ সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী।

 

 

 

মুসলিম উম্মাহকে আন্তর্জাতিক ফোরামে এক ও অভিন্ন ভাষায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের হামলার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালন করতে হবে। আবু সালেক বলেন, গত কয়েক দিনে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান দখলদার ইসরাইলি সামরিক বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ‘ইসরাইলিদের আত্মরক্ষার অধিকার’ বলে বিবৃতি দেওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *