Subscribe our Channel

পঞ্চগড় বাজারে দেশি জাতের লিচু
মোঃ তোতা মিয়া ব্যুরো প্রধান :
পঞ্চগড় বাজারে আসতে শুরু করেছে দেশি জাতের লিচু। আজ বুধবার পঞ্চগড়ের কদম তলা বাজারে এই লিচু এনেছেন ব্যবসায়ীরা।এখন দেশি জাতের লিচু ছাড়া অন্য জাতের লিচু বাজারে আসেনি। কিন্তু মৌসুমের নতুন ফল হিসেবে তুলনামূলক একটু বেশি দামেই লিচু কিনতে হচ্ছে ক্রেতাদের।
পঞ্চগড়ের একমাত্র ফল বাজার কদম তলা, আজ সকালে গিয়ে দেখা যায়, খোকা মিয়া নামের এক ব্যবসায়ী লিচু এনে থোকা থোকা সাজিয়ে রেখেছেন। ব্যবসায়ীরা জনাচ্ছেন, আর কয়েকদিন পর বিভিন্ন উন্নত জাতের লিচু বাজারে পাওয়া যাবে। এখন প্রতি ১০০ লিচুর দাম ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তবে বিভিন্ন জাতের লিচু উঠলে দাম কিছুটা কমতে পারে। এই দেশি জাতের লিচুগুলো একটু টক ও হালকা মিষ্টি।টসটসে মিষ্টি লিচু আসবে কিছু দিন পর। মাদ্রাজি,বোম্বাই,বেদেনা, চায়না,কঠালী বর্তমানে কোনোটাই এখন নেই বাজারে। লিচু নিয়ে কদম তলা বাজারের সামনে ছিলেন ব্যবসায়ী আকবার আলী, তিনি জানান এখন পর্যন্ত তুলনামূলক ক্রেতার সংখ্যা কম।
বাজারে বছরের প্রথমেই এই লিচু বাজারে উঠেছে। ৩০০ টাকা শ’ দরে বিক্রি করছি। কয়েকজন ক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন, প্রতি ১০০ লিচুর দাম নিচ্ছে ৩০০ টাকা করে। আজই প্রথম বিক্রি করতে দেখলাম। কয়েকদিন পর আরো বিভিন্ন জাতের লিচু উঠবে।তখন অন্য লিচুও বিক্রি হবে। দামও কমবে।প্রথমবার বাজারে রসালো ফল দেখতে অনেক মানুষ বাজারে ভির করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *