
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১২শ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার( ১৩ মে) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী লাভলী আসলাম, চাড়োল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, চাড়োল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজাজমান সাহেদীসহ প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।