Subscribe our Channel

মামলার ( আপোষ নামা, ও এভিড এডেবিট )

কায়সার রেজা লাবন্য  নিজস্ব  প্রতিনিধি :

 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার  শ্রমিক ইউনিয়ন ( রাজ৮৮) সাধারণ সম্পাদক দুই দুবারের পদপ্রার্থী মো: জমির ড্রাইভার কে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে। পারিবারিক ও সামাজিক ভাবে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করার পেছনে কাজ করছে এক বিশাল কুচক্রী মহল।

 

দিনাজপুর জেলার বিরল থানার ওকরা গ্রাম নিবাসী মিনা পারভিন ( ৩৮) তার মেয়ে ববিতাকে (২৪) দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কুচক্রী মহল সাহায্যে মেয়েকে দেহ ব্যবসা করিয়ে আসছে ও বিভিন্নভাবে সমাজের সম্ভ্রান্ত পরিবারের কিছু ছেলেদের টার্গেট করে বিভিন্ন মহলের সাহায্যে অবৈধভাবে অর্থ আদায় করে আসছেন।

দীর্ঘদিন যাবত অর্থ না দিলে তারা মামলা ও হয়রানি করাচ্ছে প্রশাসন দিয়ে ভুক্তভোগী জমির ড্রাইভার জানায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে পীরগঞ্জের কিছু কুচক্রী মহলের সাহায্যে মামলা দিয়ে পারিবারিক ও সামাজিকভাবে অপরাধী হিসেবে ঘরে তোলার চেষ্টা করছে তিনি আরো জানান তার কাছে তারা আপস করেছেন।

 

কিন্তু এর আগেও তারা এ ধরনের দুটি ঘটনা ঘটিয়েছে এসব বিষয় তিনি দিনাজপুর জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নিকট সাহায্য প্রার্থনা করছেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন ।

 

এজন্যই তিনি গনমাধ্যমের শরণাপন্ন হয়েছেন। তিনি আরো বলেন আর যেন কোন পরিবার আমার মত সামাজিক ও পারিবারিকভাবে হেও প্রতিপন্ন না হয় । আমার জীবনে সব থেকে সংকটাপন্ন মুহূর্ত আমি পার করছি আমার জীবনে ঈদ কখনো এভাবে পার হবে তা আশা করিনি। আমার পরিবারের আর্থিক উপার্জনের মানুষ একমাত্র আমি। দিনে যা আয় রোজগার করি তা পরিবারের পিছনে চলে যায়। কিন্তু তাদের সাথে আপোস করতে গিয়ে আজ আমি আর্থিক দিক দিয়ে সর্বস্বান্ত ।

 

এই করোনা মহামারীর কালে আমার আয়-রোজগার ছিল তা এখন বন্ধ প্রায়। আমি পীরগঞ্জ উপজেলার প্রশাসন ও থানা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ প্রেন করবো । এই মিথ্যা হয়রানিমূলক মামলায় আর্থিক দিক দিয়ে আমাকে সর্বস্বান্ত করে পথে বসিয়েছে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করছি। এবং এই মামলার পিছনে যারা ইন্দনদাতা রয়েছেন তাদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসবো । ( ইনশাআল্লাহ্ ) ভুক্তভোগির ফেসবুক আইডি লিংক : https://www.facebook.com/jomir.uddin.144 মোবাইল নাম্বার: 01757872729

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *