
মোঃ মিরাজুল শেখ, স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটের চিতলমারী থানার সকল স্তরের মানুষের প্রতি স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ, এইচ, এম কামরুজ্জামান খান ।
তবে ঈদকে সামনে রেখে ওসি এ, এইচ, এম কামরুজ্জামান খান বলেন , এবারের রমজান মাসটি বিশ্বব্যােেপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচতে বেশির ভাগ দেশেই চলছে লকডাউন। আর তাই মুসলমানরা বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবারের রমজানের রোজা পালন করেছেন আর কয়দিন পরেই মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ঈদ মানে আনন্দ।
পবিত্র ঈদুল ফিতর প্রতি বছর আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা।ঈদ আমাদের জাতীয় উৎসব। তাই আমাদের জাতীয় জীবনে বিদ্যমান অশান্তি দূর করে আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যেগ।যদি তা সম্ভব হয়, তবে এই জাতীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, আর সেটাই সবার প্রত্যাশা। তবে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সকল নির্দেশনাগুলো দেওয়া আছে তা মেনে চলার অনুরোধ জানান (ওসি) এ, এইচ, এম কামরুজ্জামান খান ।
জীবন ঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনি- গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে। ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎসব। আসন্ন ঈদকে সামনে রেখে সকল জনসাধারণকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।