Friday, 14 March 2025, 3:21:51 pm

Subscribe our Channel

নিউ গ্রীন সিটি হসপিটাল এন্ড ডায়গনস্টিকে “ইন্টারন্যাশনাল নার্সেস ডে “ উদযাপন

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি :

সেবিকাদের সম্মানে উৎসর্গ করে ১২ মে পালন করা হয় “ইন্টারন্যাশনাল নার্সেস ডে” (International Nurses Day)। সমাজের প্রতি নার্সদের অবদান,যেভাবে তাঁরা অসুস্থদের শুশ্রূষা করেন, তা সকলের সামনে তুলে ধরতে এই দিনটি পালন করা হয় সারা বিশ্বব্যাপী।

 

১৮২০ সালের ১২ মে ইতালির অভিজাত পরিবারে জন্ম আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। ১৯৭৪ সাল থেকে তাঁর জন্মদিনটি “ইন্টারন্যাশনাল নার্সেস ডে” হিসাবে পালিত হয়ে আসছে গোটা বিশ্বে। গতকাল ১২ মে পাবনা ঈশ্বরদীর নিউ গ্রীন সিটি হসপিটাল এন্ড ডায়গনস্টিকে “ইন্টারন্যাশনাল নার্সেস ডে “ উদযাপন করা হয়।

 

 

করোনার এই মহামারীর সময় কাজের ভীষন চাপে ছোট্ট পরিসরের এই আয়োজন সকল সেবক-সেবিকাদের মন প্রফুল্ল করে তোলে।

 

রং বেরং এর বাহারি কাগজ আর বেলুনে সুস্বজ্জিত করা হয় হসপিটাল। ডাক্তার, নার্স ও সকলে স্টাফরা একত্রে ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। ইফতার শেষে কেক কাটা ও আবির খেলার মধ্যে শেষ হয়

 

“ইন্টারন্যাশনাল নার্সেস ডে “ উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *