Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে স্বাস্থ্যবিধি না মেনে জমজমাট গরু ছাগলের হাট, অতিরিক্ত খাজনা আদায়

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

১৭ এপ্রিল ২০২১ নওগাঁর মহাদেবপুরে বিশ্বব্যাপী মরণব্যাধি করোনাভাইরাস কে উপেক্ষা করে স্বাস্থ্য বিধি না মেনে গরু ও ছাগলের জমজমাট হাট বসেছে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কিভাবে হাট চলছে তা নিয়ে সর্বত্র ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

 

শনিবার ১৭  এপ্রিল উপজেলা  সদরের গরু ও ছাগলের হাটে গিয়ে দেখা যায় স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। গাদাগাদি করে কেনাবেচা হচ্ছে গরু ও ছাগল।

 

এছাড়া অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে ভরী ভরী। উপজেলা প্রশাসনের উদ্যোগে  লকডাউন  এর পর থেকে যেভাবে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনাভাইরাস প্রতিরোধে ক্যাম্পেইন, মাস্ক বিতরণ ও মোবাইল কোটে জরিমানা করা হচ্ছে ঠিক সেই সময়ে কিভাবে এসব হাটে গরু ছাগল কেনা বেচা হচ্ছে তা নিয়ে সর্বত্র হই চই পড়ে গেছে।

 

এ ব্যাপারে জানতে মহাদেবপুর হাট-বাজারের ইজারাদার এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার তাকে মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করার অনুমতি দিয়েছেন।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে হাট-বাজারে গরু-ছাগল কেনাবেচা করতে বলা হয়েছে।কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না ও অতিরিক্ত খাজনা নেয়া হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার কে জানালে তিনি তাৎক্ষণিক ভাবে কমিটির সদস্যদের হাটে পাঠিয়ে দেন।

 

কমিটির সদস্যরা স্থানীয় হাট বাজারে গেলে হাটের লোকজন, কর্মরত সাংবাদিক ও কমিটির সদস্যদের ত্রিমুখী তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে কর্মকর্তারা হাটে বেচা কেনা বন্ধ করে দেন। এভাবে করোনাকালীন সময়ে হাট-বাজারে বেচাকেনা করতে পারবে কিনা জানতে জেলা প্রশাসকের মোবাইল ফোনে দফায় দফায় ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

অপরদিকে উপজেলার শিবরামপুর গ্রামের আলেফ উদ্দিনের পুত্র আকাশ হোসেন জানান, তিনি মহাদেবপুরে হাট থেকে একজোড়া ছোট ছাগল ক্রয় করেন ।

 

পবিত্র মসজিদে ২০ জন মুসল্লির অতিরিক্ত নামাজ আদায় করা যাবে না। সেখানে হাজার হাজার জনগোষ্ঠীর সমাগমে জমজমাট গরু ছাগলের হাট বসেছে কিভাবে তা তাদের বোধগম্য নয়। এভাবে যদি চলতে থাকে তাহলে মরণব্যাধি করোনাভাইরাস আরো দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত এসব হাট-বাজার বন্ধের পদক্ষেপ নিয়ে তাদের সকল ভালো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *