
ফাইদুল ইসলাম,পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ঘরে পুজো করার সময় আগুনে পুড়ে গেছে ৩টি বাড়ি। এতে ৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে পাশপাশি বাস করা ৩টি বসতঘর-সহ সব কিছু পুড়ে ছাই হয়েছে। আগুনের ঘটনায় সেই গ্রামের শুনু রায়ের বউ মুক্তি রাণী, ঘরে পূজা করার সময় বাইরে গেলে এ আগুনের সূত্র ঘটে এবং মুক্তি রাণীর এক ছেলের গাল ও হাত আগুনে ঝলসে যায় পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ১০টা ১৪ মিনিটে পীরগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ড পূর্ব বর্থপালিগাঁও হাড়িপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পূজা করার সময় এ আগুনের সুত্রপাত ঘটলে ৩টি বাড়ি পুরে ছায় হয়েজাই ক্ষতিগ্রস্তদের মধ্যে হচ্ছে শোনু রায়,অনেস রায়,পংখী রানীর,বাড়ি পুড়ে যায়।
এতে প্রায় ৩ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে পীরগঞ্জ পৌর কাউন্সিলর দবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে শুকনো খাবার বিতরণ করেছেন।