
বিনোদন প্রতিবেদক:
দেশটির ভারত এর বলিউড বাদশাহ কিং খান সম্পর্কে নতুন না বললেই চলবে । এই কিং খানের জনপ্রিয়তায় শুধু দেশটির ভারত সীমাবদ্ধ নিয় সারা বিশ্বেই তিনি নিজের নামটি ছড়িয়ে দিয়েছেন । এমনকি সারা বিশ্বেই রয়েছেন তার অগাধ ভক্তগণ । এমনকি তার সহচরে থাকতে বিনা দ্বিধায় রাজি বহু তারকা।
না বললেই নয় ২০১১ ইং সালে একটি সাক্ষাৎকারে মার্কিন জনপ্রিয় গায়িকা লেডি গাগাকে শাহরুখের সঙ্গে ডেট করার ব্যাপারে প্রস্তাব করা হলে তা প্রত্যাখ্যান করে দিয়েছিলেন হলিউডের গায়িকা।কেটি পেরি, ডুয়া লিপা, প্রিন্স উইলিয়াম এমনকি ক্রিস্টোফার নোলান অনেকের সঙ্গে বেশ ভালো সখ্যতা শাহরুখের।
২০১১ ইং সালে মার্কিন জনপ্রিয় গায়িকা লেডি গাগা ভারত ভ্রমণে আসলে এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে বসে ছিলেন তিনি। সেখানে নিজেদের কর্মজীবন থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আলাপের একপর্যায়ে ভক্তদের প্রশ্ন পর্বে, এক ভক্ত লেডি গাগাকে জিজ্ঞেস করেন- শাহরুখের সঙ্গে ডেট করার প্রস্তাবে রাজি কিনা তিনি।তার এই জবাবে গায়িকা তাকে জানালেন, আমি কখনোই শাহরুখ এর সাথে ডেট করতে রাজি ছিলাম না।
তার হয়েগেছে বিয়ে তাহলে কিভাবে এটি সম্ভব এং আপনারা জেনে রাখু আমি একজন ভালো মেয়ে । তিনি কিং হয়েছে এটি তার ব্যাক্তিগত ব্যাপার কিন্তু তার সাথে ডেট করার কোন মনমানসিকতা নেই আমার । এসময় গায়িকা লেডি গাগা তার এই কথা গুলো দর্শক থেকে শুরু করে শাহরুখ তার হাঁসি থামিয়ে রাখতে পারলেন না ।