Subscribe our Channel

পথ যাত্রায় ‘স্বপ্ন’

 নিজস্ব প্রতিবেদক :

 

“শ্বপ্ন”  এবার  নতুন করে  আউটলেটের যাত্রা শুরু করলেন  ঢাকাতে রাজধানীর নতুন বাজারে।  ১০ মে সকাল সময় আনুমানিক  ১১টায় রাজধানীর নতুন বাজারের  ১০০ ফিট রাস্তায় কাঁচাবাজারের পাশে নতুন করে এই  আউটলেটের উদ্বোধন করা হয়। এমনকি এ সময় উপস্থিত ছিলেন ক্যাপস ফ্যাশন লিমিটেডের  ম্যানেজিং  ডিরেক্টর ও টাংগাইল সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,  ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নজরুল ইসলাম  ঢালী, ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদুল আমিন খন্দকার, ক্যাপস ফ্যাশন লিমিটেডের ম্যানেজার মো. কামরুজ্জামান, বিজনেস পার্টনার রুবেল আহমেদ এবং ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজীবুল হাসান। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে স্বপ্ন গ্রাহকদের দিচ্ছে মাসব্যাপী আকর্ষনীয় অফার।

 

বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, ‘আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য  এই এলাকার সকলে  ‘স্বপ্ন’তে নিয়মিত বাজার  করবেন।

 

 

স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময়  অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’ ।

 

 

এমনকি পাশাপাশি ০১৮৪৭-২৬৫৩৩৯ নাম্বারটিতে ফোন করলেই  গ্রাহকরা পাবে তাদের  হোম ডেলিভারি সেবাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *