Friday, 14 March 2025, 10:46:59 am

Subscribe our Channel

হামরা বীরগঞ্জিয়া সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) নিজস্ব প্রতিনিধিঃ

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হামরা বীরগঞ্জিয়া সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫ টার দিকে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ সংগঠনের সাথে মতবিনিময় সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলে হামরা বীরগঞ্জিয়া সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোক্তা সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসাইন, উপজেলা পরিষদের সভাপতি নীল রতন সাহা নিপু, সাধারণ সম্পাদক মোঃ মতিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ লাইছুর রহমান, দপ্তর সম্পাদক নূরনবী সরকার,পরিচালক মোঃ নাঈম, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সুজন, প্রচার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশের উপদেষ্টা সোহেল আহমেদ, সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান মাহ্ফুজ , প্রচার সম্পাদক মাইজউদ্দীন মাহিন, সহকারী ত্রাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বক্তারা হামরা বীরগঞ্জিয়া সংগঠন ও প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ এর সম্মিলিত প্রচেষ্টায় মাদক মুক্ত সমাজ গড়া শিক্ষাবঞ্চিতদের শিক্ষার সুব্যবস্থা করা , জরুরি মুহূর্তে রক্তের চাহিদা মেটানো,বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *